,

আজ বাহুবল ও শায়েস্তাগঞ্জে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ

নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন

জুয়েল চৌধুরী ॥ আজ সোমবার বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে (ইউ/পি) প্রথমবারে এবার ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দুই উপজেলায় ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি র‌্যাবসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সার্বক্ষনিক টহল দেবেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। জানা যায়, ষষ্ঠ ধাপে বাহুবলের সাতটি এবং শায়েস্তাগঞ্জের একটি ইউনিয়নে নির্বাচন হবে। এসব ইউনিয়নে ৪৫ জন চেয়ারম্যান, ৩৬০ জন সাধারণ সদস্য ও ১১০ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে প্রচারণা শেষ করেছেন সকলেই। নির্বাচিত হলে সবাই গড়তে চান মাদক, সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন। ভোটাররা জানান সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। যারা উন্নয়ন করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। তবে শংকার কথাও বলেছেন অনেকে। তাদের দাবি, ইভিএম পদ্ধতিতে নির্বাচন হওয়ায় ভোটে গতি কম হতে পারে। অনেকেরই দেখা যায় আঙুলের ছাপ মেলে না। মেশিনে ত্রুটি দেখা দেয়। এসব কারণে ভোট কাস্টিংয়ের পরিমাণ কমে যেতে পারে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, ইভিএম নিয়ে শংকার কোনো কারণ নেই। কারণ নির্বাচনের আগে মক ভোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও ম্যাজিস্ট্রেটের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে র‌্যাব, বিজিবির টহল থাকবে।


     এই বিভাগের আরো খবর