,

লাখাইয়ে সাংবাদিক আশীষ দাসকে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে নিন্দা

সংবাদদাতা ॥ লাখাইয়ে সাংবাদিক আশীষ দাস গুপ্তকে ফেসবুকে কটুক্তি ও হেয় প্রতিপন্ন করে স্ট্যাটাস দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানায় কর্মরত সাংবাদিকরা। লাখাই প্রেসক্লাব সাধারন সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বানীর লাখাই প্রতিনিধি আশীষ দাস গুপ্ত কর্তৃক “লাখাইয়ে যত্রতত্র খোলা লেট্রিন, হুমকীর মুখে জনস্বাস্থ্য” শীর্ষক সংবাদ প্রকাশের জের ধরে লাখাইর স্বজন গ্রামের সাবেক মেম্বার শওকত আকবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচি পূর্ন ও সাংবাদিক আশীষ দাস গুপ্তের নাম উল্লেখ পূর্বক স্যাটাস দেয় তার নিজের ফেসবুক আইডি থেকে। শওকত আকবর শুধু স্ট্যাটাস দিয়েই কান্ত হয়নি সে বিভিন্নভাবে তার এলাকায় কোন খোলা লেট্রিন নেই, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে করেছেন। এরই প্রতিবাদে গতকাল বিকেল ৪ ঘটিকায় লাখাইর স্থানীয় বুল্লাবাজারস্থ লাখাই প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় লাখাই প্রেসকাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্তের সঞ্চাচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, লাখাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান, সাংবাদিক ফোরাম সভাপতি সুশীল চন্দ্র দাস, লাখাই রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মহি উদ্দীন আহমেদ রিপন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সূর্য রায়, সানী চন্দ্র বিশ্বাস মনর উদ্দিন মনিরসহ সাংবাদিকগণ। সভায় বস্থনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাবেক মেম্বার শওকত আকবর এর দেওয়া ফেসবুক স্ট্যাটাস এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সেই সাথে এহেন কুরুচি পূর্ন ও নাম উল্লেখ পূর্বক স্ট্যাটাস দাতা শওকত আকবরের দৃষ্ঠান্তমূলক মূলক শাস্তির জন্য প্রশাসনে প্রতি জোর দাবী জানানো হয়।


     এই বিভাগের আরো খবর