,

করাঙ্গী নদী খনন কাজে অনিয়মের প্রতিকার ও ক্ষতিপূরণের দেখা পায়নি অভিযোগকারীরা

বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদী খনন কাজে অনিয়ম ও লুকোচুরি এবং ফসলহানীর ক্ষতিপূরণ দাবি করে অভিযোগ দায়ের করে প্রতিকার না পেয়ে উপজেলা চেয়ারম্যান এর দপ্তরে ধর্না দিচ্ছেন এলাকাবাসী। অভিযোগকারী আব্দুস শহীদ, আব্দুর রশীদ জানান আমরা গ্রামবাসী আমাদের জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান এর দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান টিকাদারকে তলব করেন। কিন্তু টিকাদার আব্দুল কাইয়ুম চল-চাতুরী করছে। তারা আরো জানান জনগণের সুবিধার জন্য সরকার নদী খননের বরাদ্দ দিয়েছেন। কিন্তু টিকাদার সঠিক ভাবে খনন কাজ না করে আমাদের ক্ষয়ক্ষতি করে সমূদয় বিল নিয়ে পার হয়ে যাবে। দেশে আইনকানুন থাকলে আমরা গ্রামবাসী প্রতিকার পাবো। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন টিকাদারকে তলব করা হয়েছে। না আসলে এলাকাবাসীর অভিযোগটি জেলা সমন্বয় কমিটির সভায় তুলে ধরবো।


     এই বিভাগের আরো খবর