,

পৌরসভার অনুমতি না নিয়ে আবাসিক ভবনে রেষ্টুরেন্ট ব্যবসা

খাবারে রাখা হচ্ছে অতিরিক্ত দা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে ‘আবাসিক ভবন’ কে বাণিজ্যিক ভবন বানিয়ে গড়ে তুলা হয়েছে দাওয়াত নামে একটি অবৈধ রেষ্টুরেন্ট। অভিযোগ রয়েছে, রেষ্টুরেন্টটির প্রায় ২ ফুট বাড়িয়ে পৌরসভার রাস্তা ঘেষে তৈরি করা হয়েছে। জানা যায়, পৌরসভার পক্ষ থেকে নেয়া হয়নি বাণিজ্যিক ভবন তৈরির অনুমতি। নেই পার্কিং ব্যবস্থা। ফলে সড়কে যানজট লেগে থাকে সবসময়। এ ছাড়া ওই রেষ্টুরেন্টে খাবারের দামও অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তারা জানান, এই রেষ্টুরেন্টে প্রতি কাপ রঙ চা ১০ ও দুধ চা ১৫ থেকে ২০ টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া ওই রেস্টুরেন্টে বড় গ্যাস সিলিন্ডারে খাবার তৈরি করায় রয়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকিও। আবাসিক ভবনকে বাণিজ্যিক ভবনে রূপান্তরিত করার অনুমতি নেয়ার বিষয়ে তাদেরকে পৌরসভার পক্ষ থেকে বারবার তাগিদ দেয়া হলেও তারা অনুমতি নেয়নি। নিষেধ করার পরও তারা নিষেধাজ্ঞা অমান্য করে পুরোদমে ব্যবসা চালু করেছে। এলাকাটি আবাসিক এলাকা হওয়ায় রেষ্টুরেন্টটিকে ঘিরে সন্ধ্যার পর বখাটেদের আড্ডা লেগেই থাকে। যারা স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে ইভটিজিং করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই রেষ্টুরেন্টে স্বল্প আয়তনের কয়েকটি কেবিন রয়েছে। কেবিনে প্রবেশ করলেই ১০ টাকা চার্জ দিতে হয়। ফলে এ কেবিনকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।


     এই বিভাগের আরো খবর