,

হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে অতিরিক্ত দামে বন্যার্ত মানুষের কাছে বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। একদিকে মানুষের বাড়িঘর তলিয়ে গেছে, অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ীরা মানুষকে বেকাদায় ফেলে অতিরিক্ত দামে চিড়া, মুড়ি, গুড়, আটা ইত্যাদি শুকনো খাবার বিক্রি করছে। এ যেনো মরার ওপর খড়ার ঘাঁ।

জেলা প্রশাসন বন্যার্ত মানুষের খোঁজ খবর নেয়ার সুযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা হচ্ছে না। আর এ সুযোগ কাজে লাগাচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা।

অভিযোগ রয়েছে, বিভিন্ন পাইকারী দোকানে এসব পণ্য মজুদ করে রেখে চড়াও দামে বিক্রি করছে। সাধারণ ব্যবসায়ীরা জানান, ডিলারদের কাছ থেকে অতিরিক্ত দামে এসব শুকনো খাবার কিনে আনা হয়। তাই কিছু লাভ করে অতিরিক্ত দামে বিক্রি করতে হয়। দোষ আমাদের নয়, পাইকারী ব্যবসায়ীদের।


     এই বিভাগের আরো খবর