,

হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত :: দেড় হাজার হেক্টর জমি পানির নিচে

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সরকারি হিসেবে জেলার ৭ উপজেলার ৫১টি ইউনিয়নের ২৩ হাজার ৪৩৫ জন পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হাজার ৩২৯ জন। এ পর্যন্ত ২২৫ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২৫৩টি আশ্রয় কেন্দ্রে ২০ হাজার ৪৬৫ জন আশ্রয় নিয়েছে। জেলায় আউশ ধান চাষ হয়েছিল ৫১ হাজার ২৭৭ হেক্টর জমিতে। যার মধ্যে ১৫ হাজার ৭১০ হেক্টরই তলিয়ে গেছে। ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমনের পুরোটাই তলিয়ে গেছে। এছাড়া সবজি চাষ হয়েছিল ৮ হাজার ১০০ হেক্টর জমিতে। যার দেড় হাজার হেক্টর এখন পানির নিচে। তলিয়ে যাওয়া জমির মধ্যে রয়েছে, হবিগঞ্জ সদর উপজেলায় ৭ হাজার হেক্টর আউশ, ২০ হেক্টর বোনা আমন ও ৭০০ হেক্টর সবজি, মাধবপুর উপজেলায় ১ হাজার ৭৯৭ হেক্টর আউশ ধান, ১ হাজার ৮০০ হেক্টর বোনা আমন ও ১৬০ হেক্টর সবজি, চুনারুঘাটে ৭৪৫ হেক্টর আউশ ও ৩২ হেক্টর সবজি, বাহুবলে ৭১৫ হেক্টর আউশ ও ৬০ হেক্টর সবজি, নবীগঞ্জে ১ হাজার ৯৫০ হেক্টর আউশ, বোনা আমন ১ হাজার হেক্টর ও ৩৪০ হেক্টর সবজি, লাখাইয়ে ২ হাজার ৩৫০ হেক্টর আউশ, ৩ হাজার ২০০ হেক্টর বোনা আমন ও ১২০ হেক্টর সবজি, বানিয়াচং উপজেলায় ১ হাজার ১৫৩ হেক্টর আউশ, ৫ হাজার ৮৬০ হেক্টর বোনা আমন ও ১৫৫ হেক্টর সবজি এবং আজমিরীগঞ্জ উপজেলায় ২ হাজার ৫৫০ হেক্টর বোনা আমন এবং ৩০ হেক্টর জমির সবজিতে। হবিগঞ্জ কৃষি বিভাগ জানায়, ফসল তলিয়ে যাওয়ায় কয়েক কোটি টাকার তি হয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে অবশিষ্ট জমিগুলোও তলিয়ে যাবে।


     এই বিভাগের আরো খবর