,

দিনভর আকাশে মেঘের খেলা ॥ নেই তাপপ্রবাহ

জাবেদ তালুকদার : কাঠফাটা রোদ আর দিনভর ভ্যাপসা গরমের পর গত শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে নামে স্বস্তির বৃষ্টি। জেলাজুড়ে শীতলতার পরশ, স্বস্তিতে হবিগঞ্জবাসী। শনিবার সন্ধ্যা ৬টার দিকে আকাশজুড়ে মেঘের খেলা শেষে হবিগঞ্জ শহরসহ জেলাজুড়ে শুরু হয় মাঝারি বৃষ্টি। বৃষ্টির সঙ্গে মাঝে-মধ্যে ছিল মেঘের গর্জন সাথে হালকা ও মাঝারী বাতাস। দিনভর অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। উল্ল্যেখ্য, হবিগঞ্জে মাঝে-মধ্যে বৃষ্টি হলেও বইছে তাপপ্রবাহ। শনিবার বৃষ্টির পর কাঠফাটা রোদের দেখা মিলেনি হবিগঞ্জের আকাশে। গতকাল রবিবার দিনভর আকাশে ছিল মেঘের খেলা। দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এতে করে স্বস্তিতে রয়েছেন রিক্সাচালক, ভ্যানচালকসহ খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকরা। বেশ কয়েকজন শ্রমিকের সাথে আলাপ হলে তারা জানান- এমন দিন হলে আমাদের জন্য সুবিধা হয়, কাঠফাটা রোদে কাজ করতে অনেক কষ্ট হয়। তার উপড় আবার ভোগান্তি বাড়িয়েছে অনিয়মিত লোডশেডিং। এদিকে গত কয়েকদিনের চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেও জেলার প্রায় এলাকায় সব মিলিয়ে ৬-৮ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হচ্ছে হবিগঞ্জবাসীকে। এমনকি ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা বিদ্যুৎহীন থাকার নজিরও রয়েছে হবিগঞ্জে। জেলা সদর থেকে গ্রামাঞ্চল সব স্থানেই বিদ্যুতের একই অবস্থা।


     এই বিভাগের আরো খবর