,

হবিগঞ্জে মৎস্য সপ্তাহের সমাপনী

স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’প্রতিপাদ্য নিয়ে শনিবার (২৩ জুলাই) থেকে শুরু হয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে । জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের সব উপজেলাতেই স্থানীয় কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার জেলা প্রশাসনের সভাকক্ষে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এবং অন্যান্য সুধীজন। মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।


     এই বিভাগের আরো খবর