,

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমলেও জলখাবারের মূল্য কমায়নি ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার : তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলেও জলখাবারের মূল্য কমায়নি ব্যবসায়ীরা। এতে করে প্রায়ই ক্রেতাদের সাথে ব্যবসায়ীদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। জানা যায়, কিছুদিন আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর সাথে সাথে সিঙ্গারা, পুরি, পরোটা আলোর চপ, বেগুনি ইত্যাদি জল খাবার ৫ টাকা থেকে ১০-১৫ টাকা করা হয়। কিন্তু এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল হলেও অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, শহরের শায়েস্তানগর নজির সুপার মার্কেট এলাকা, চৌধুরী বাজার, বেবিষ্ট্যান্ড, কোর্ট স্টেশন, রাজনগর, সিনেমা হলসহ বিভিন্ন এলাকার জলখাবারের দোকানগুলোতে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের নিয়ম অনুযায়ী জিনিসের দাম বাড়ানো হলে কমানো সম্ভব হয় না। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান, সাধারণ মানুষ।


     এই বিভাগের আরো খবর