,

১০ সদস্যের দরিদ্র পরিবারের দুর্দশার সংবাদ প্রকাশের পর বাহুবলের ইউএনও’র মাধ্যমে খাবার ও আর্থিক সহায়তা পেল সংঘর্ষে নিহত দুলালের পরিবার

নূরুল ইসলাম মনি, বাহুবল : বাহুবলে সংঘর্ষে নিহত দরিদ্র দুলাল মিয়ার ১০ সদস্যের অসহায় পরিবারকে শুকনো খাবার ও নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। গতকাল রোববার বিকেলে উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর গ্রামের ওই পরিবারটির হাতে এ সহায়তা প্রদান করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন শাহ, উপজেলা মৎস্য অফিসার মিজবা উদ্দিন আফজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা অসহায় ও শোকাহত ওই পরিবারের সদস্যদের খোজখবর নেন এবং শান্তনা দেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার ও অফিসার্স কাবের সাধারণ সম্পাদক হোসেন শাহ জানান, পত্রিকায় উল্লেখিত পরিবারটির অসহায়ত্বের খবর দেখে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা অফিসার্স ক্লাবের নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেন। তিনি আরো জানান, একই দিন অফিসার্স ক্লাবের পক্ষ থেকে স্নানঘাট ইউনিয়নে দুঃস্থ, অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এ সহায়তা বিতরণের পরিকল্পনা আছে। উল্লেখ্য, গত ১৪ জুলাই রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দু’টি বাঁশ কেটে ফেলার জের ধরে সংঘর্ষের ঘটনায় উপজেলা শংকরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র দুলাল মিয়া নিহত হন। তিনি ৩ মাস থেকে ১২ বছর বয়সী ৮ সন্তান ছাড়াও বৃদ্ধ মা ও স্ত্রীকে রেখে যান। ভূমিহীন এ পরিবারটি অন্যের বাড়িতে একটি ভাঙা ঘরে বসবাস করে।


     এই বিভাগের আরো খবর