,

ডিবির অভিযানে নবীগঞ্জের দুই মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবির পৃথক অভিযানে গাজাঁ ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক হয়েছে। গত রোববার (৩১ জুলাই) মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, গত রোববার মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর মডেল থানার ১নং খলিলপুর ইউনিয়নের শেরপুর নতুন বস্তি এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মো. হেলাল মিয়া ও শংকর সূত্রধরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ২ মাদক কারবারি নবীগঞ্জ থানার দীগম্বর ব্রাহ্মনগ্রামের বাসিন্দা। অন্য একটি অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার একই ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার উপর থেকে ৩ কেজি গাঁজাসহ সাকিব মিয়া নামে এক মাদক কারবারিকে েেগ্রফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাকিব মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আপ্তার হাওর গ্রামের অনু মিয়ার ছেলে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার ২টি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 


     এই বিভাগের আরো খবর