,

আলিফ সোবহান সরকারি কলেজ ছাত্রদের সংঘর্ষের জের :: বাহুবলের পাঁচগ্রাম ও চারগ্রাম ছান্দের বাসিন্দাদের মাঝে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি

বাহুবল প্রতিনিধি : বাহুবলের আলিফ-সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রদের সংঘর্ষের জের ধরে পাঁচগ্রাম ও চারগ্রাম ছান্দের বাসিন্দাদের মাঝে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, আলিফ-সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বি.এন.পি’র সাবেক সভাপতি ও আটগ্রাম নেতা আকাদ্দছ মিয়া বাবুল, মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শামিম, মাওলানা আব্দুল বারী আনসারী, মিরপুর এফ.এন হাই স্কুলের সাবেক প্রধান শিক মোঃ আরজু মিয়া, শ্রমিক নেতা আসকার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম, সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ মুছা, পাঁচগ্রাম নেতা মোঃ ফয়সল আহমেদ, প্রভাষক মোঃ আইয়ুব আলী, প্রভাষক আব্দুল হাই ভুইয়া, চারগ্রামের মুরব্বি জয়নাল আবেদিন, মোঃ সায়েদ মিয়া, আব্দুল হামিদ, এনামুল হক এনাম ও আব্দুল আহাদ কাজল প্রমুখ। এছাড়া সভায় বাহুবলের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, গ্রামবাসীসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় ভবিষ্যতে এ রকম কোন পরিস্থিতি তৈরি হবে না মর্মে পাঁচ গ্রাম ও চার গ্রাম ছান্দের নেতৃবৃন্দ আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত ৩০ জুন আলিফ-সোবহান চৌধুরী সরকারি কলেজে আদিপত্য বিস্তার নিয়ে দু’দল ছাত্রদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন ছাত্র আহত হয়। এ ঘটনাটি জানাজানি হলে স্থানীয় পাঁচগ্রাম ও চারগ্রাম ছান্দের অন্তর্ভূক্ত গ্রামগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হলে প্রশাসন ও শীর্ষ নেতৃবৃন্দ আপোষে নিষ্পত্তির উদ্যোগ নেন।


     এই বিভাগের আরো খবর