,

মাছুলিয়া ব্রিজের গোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন

ব্রীজ ধ্বসে কয়েকটি গ্রামের সাথে শহরের যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরের মাছুলিয়া খোয়াই নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রিজের পাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন যেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। ফলে ব্রিজটি হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় ধ্বসে পড়ে হবিগঞ্জ শহরের সাথে ১০টি গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ওই স্থান থেকে বালু উত্তোলন করে পাশেই উত্তর দিকে খোয়াই নদীর চরে স্তুপ করে রাখা হয়। আর সেখান থেকে ট্রাক ও ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এ অবস্থায় একদিকে যেমন নদী হারাচ্ছে তার গতিপথ, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এ ছাড়া হবিগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর বিভিন্ন অংশে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে তোলা হয় বালু। চুনারুঘাট থেকে শুরু হয়ে হবিগঞ্জ সদর উপজেলা পর্যন্ত প্রায় শতাধিক পয়েন্ট থেকে এ বালু উত্তোলন করা হয়। এর মধ্যে মাছুলিয়া ব্রিজ, রামপুর, যশোরআব্দা, মশাজান, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, রামশ্রী-লাকুড়িপাড়া ও মুড়ারবন্ধ মাজার এলাকাসহ প্রায় অর্ধশতাধিক স্পট উল্লেখযোগ্য। অভিযোগ রয়েছে, প্রভাবশালী গোষ্ঠী একটি বালুমহাল ইজারা নিলেও তারা একাধিক মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে। ফলে ভেঙে যাচ্ছে ওই সব এলাকার রাস্তাঘাট। দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ পরিবহন যাত্রীদের। এ ছাড়া অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে খোয়াই নদীর ওপর দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি ব্রিজ। অনুসন্ধানে জানা গেছে, এসব এলাকা থেকে বালু উত্তোলনে কোনো অনুমতি বা ইজারা নেই। তবুও তারা প্রভাবশালী হওয়ায় ই”ছামাফিক বালু উত্তোলন করেই যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর