,

হবিগঞ্জে সবজির দাম আকাশ ছোঁয়া :: কাঁচামরিচ ২৪০ টাকা কেজি

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরের সবজি বাজারে জিনিসপত্রের দাম যেনো আকাশছোঁয়া দাম। গত কয়েকদিনে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বাড়ানো হচ্ছে। ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা ইচ্ছামাপিক দাম আদায় করছে। বিক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত দামে জিনিস কিনে আনতে হয়। সে জন্য দাম বেশি। দুই দিন আগেও আলু, পটল, ঢেড়শ, মুকি, জিঙ্গা, মূলাসহ বিভিন্ন সবজির দাম শিথিল ছিলো। এখন প্রতিকেজিতে ১০/২০ টাকা করে আদায় করা হচ্ছে। এ ছাড়া কাঁচামরিচ ১শ টাকা ছিলো। এখন ২০০ থেকে ২৪০ টাকা আদায় করা হচ্ছে। গতকাল শহরে চৌধুরী, বগলা, সিনেমা হল, শায়েস্তানগর বাজার ঘুরে দেখা গেছে এ দৃশ্য। ক্রেতাদের দাবি যদি জেলা প্রশাসন থেকে মনিটরিং করা হয় তবে হয়তবা কিছুটা শিথিল হবে বাজার দর।


     এই বিভাগের আরো খবর