,

জ্বালানী তেল ও সারের দাম বৃদ্ধির প্রতিবাদে বাসদ’র বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : জ্বালানী তেল ডিজেল, পেট্রোল, অকটেন ও সারের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং বাস, সিএনজি’র বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় আর ডি হল প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) নেতা ইসমাঈল হোসেন মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সদস্য সামছুর রহমান, শ্রমিক নেতা আরব আলী, আব্দুল জব্বার, রইছ আলী, মুজিবুর রহমান, মধু মিয়া, উপস্থিত ছিলেন মস্তো মিয়া, সুহেল মিয়া, বিলাল মিয়া প্রমূখ। সমাবেশে বক্তাগণ বলেন আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানী তেলের দাম কমতেছে তখন আওয়ামীলীগ সরকার অযোক্তিক ভাবে জাতীয় বাজারে জালানী তেলের দাম বৃদ্ধি করেছ। জ্বালানী বিশেষজ্ঞদের মতে বর্তমান বাজারে ১ ব্যারেল অপরিশোধিত ডিজেলের দাম ৯০ প্রায় ডলার এ হিসেবে পরিশোধন ও পরিবহণ খরচ যুক্ত করে জাতীয় বাজারে ডিজেল ৬৮ টাকা লিটারের মধ্যে রাখা সম্ভব। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কম থাকায় গত ৭ বছরে বিপিসি ৪৩ হাজার কোটি টাকার উপরে লাভ করেছে। এ লাভের টাকা দূর্যোগ কালে ভর্তুকী কাজে ব্যবহার না করে উল্টো দাম বৃদ্ধি করেছে। পেট্রোল ডিজেল বাহির থেকে না কিনা সত্ত্বেও চরম সীমায় বাড়িয়েছে। কৃষকের দুর্দিনে সার ও ডিজেলের দাম বাড়িয়ে ফসল উৎপাদনের খরচ বাড়িয়েছে। মোট কথা জ্বালানী তেলের দাম বাড়ানোর ফলে বাস ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বহুগুনে বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে জালানী তেল ও সারের দাম কমাতে হবে।


     এই বিভাগের আরো খবর