,

রবীন্দ্র-নজরুল স্মরণে উদীচীর সাংস্কৃতিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার : “আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে” দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার, লঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার! বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে হবিগঞ্জ জেলা উদীচীর এক সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১২ আগষ্ট শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় সুরবিতান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর সভাপতি বন্ধুমঙ্গল রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যিক সরকারি মহিলা কলেজের (অবঃ) অধ্যক্ষ জাহান-আরা খাতুন। আরো আলোচক হিসেবে ছিলেন কবি সাহিত্যিক সৈয়দ শাহান উদ্দিন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা এড, মুরলী ধর দাশ ও শিখা নাহা। বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি প্রনব কুমার, চারুকন্ঠের সেক্রেটারী গৌরী রায়, ফোরকান মজুমদার ও নৃত্য প্রশিক্ষক প্রবীর শীল প্রমুখ। আলোচনা সভার শুরুতে উদীচীর সদস্য ঝুন্টি দাশের অকাল মৃত্যুতে এবং জেলা উদীচীর সহ-সভাপতি কিশোর কুমার দাশের পিতা ক্ষিতিশ চন্দ্র দাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অংকিতা সরকার, শতাব্দী দাশ প্রজ্ঞা, এ.আর.ডি চুমকী, দেবার্ঘ্য দাশ, কিশোর কুমার দাশ, দেবরিত সূত্রধর গুঞ্জন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী নিলয়, লগ্ন বনিক, পৃথা দাশ মুক্তি, ঈশান, তাসনিম মির্জা প্রমুখ।


     এই বিভাগের আরো খবর