,

বড় ভাকৈর গ্রামের ফুটবল মাঠ দখল মুক্ত করতে গ্রামবাসীর মানববন্ধন শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত বৃহস্পতিবার ১১ আগস্ট ২০২২ইং তারিখে দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস ও দৈনিক হবিগঞ্জ সময়সহ বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশিত নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বড় ভাকৈর গ্রামের ফুটবল মাঠ দখল মুক্ত করতে গ্রামবাসীর মানববন্ধন শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে যে বিষয় গুলি উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানীকর, কাল্পনিক বটে। আমি চুনু মিয়া একজন নিরীহ, শান্ত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ। আমরা প্রায় ৫০ বছর থেকে উক্ত জায়গায় বসত বাড়ি করে বসবাস করিয়া আসতেছি। উক্ত জায়গাটি আমরা মৌরশী এবং খরিদা সূত্রে মালিক। মৌরশী সূত্রে আর এস নং- ১৩১৮, মৌজা- বাদে ভাকৈর, দাগ নং- ৬৯৯৩, উক্ত জায়গাটি খরিদা সূত্রে আর এস নং-১৭৪৩, মৌজা- বাদে ভাকৈর, দাগ নং- ৬৯৯৩, দলিল নং ৪৪৪০। আর এস নং- ২৫৩৪, মৌজা- বাদে ভাকৈর, দাগ নং- ৬৯৯৩, দলিল নং-৪১১১। দলিল নং-৫৩৬৭, ১৭৩৮, ১৯০৪, ১৭৬০ নং দলিল মূলে আমরা মালিক। কিন্তু গ্রামের কিছু অসাধু লোক বারবার মিথ্যা বানোয়াট অভিযোগ প্রচার করতে তাকে। যা আদৌ সত্য নয়। উক্ত জায়গা নিয়ে বিগত ২০০৪ইং সালে এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ানসহ নবীগঞ্জ উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে বিচার সালিশ অনুষ্ঠিত হলে উক্ত রায় আমাদের পক্ষে আসে। রায় তাদের পক্ষে না পাওয়ায় আফিজ উল্লাহ ও কতিপয় কিছু লোক পুনরায় আদালতে ২০০৪ইং সনে আফিজ উল্লাহ বাদী হয়ে গ্রামবাসীর পক্ষে মামলা দায়ের করেন। উক্ত মামলা বিজ্ঞ ১ম শ্রেণীর হাকিম আদালত কগ-২, নথিভুক্ত করে আমাদের পক্ষে আদেশ প্রদান করেন। বাদে ভাকৈর মৌজায় দাগ নং- ৬৯৯৩ এ প্রায় ২৪ কেয়ার জায়গা বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের দখলে নিয়ে যায়। এছাড়াও ৬৯৫৯ ও ৬৯৫৬ নং দাগে ঘর বাড়ি বিদ্যমান রয়েছে, এতে করে তাদের কোন বাধাবিপত্তি নাই। কিন্তু আমাদের জায়গা নিয়ে একটি কুচক্রি মহল নানান ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি মহল সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাই সংগত কারণে আমি ওই মিথ্যা মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী পক্ষে
মোঃ চুনু মিয়া,
পিতা-মৃতঃ মফিজ মিয়া
সাং বড় ভাকৈর, ২নং ইউপি,
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর