,

নবীগঞ্জে প্রতিদিন অন্তত ২০ বার হয় লোডশেডিং

জাবেদ তালুকদার : নবীগঞ্জে ১০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎবিহীন থাকছেন নবীগঞ্জবাসী। দিনে অন্তত ২০ বার চলে বিদ্যুৎের আসা যাওয়া। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতি ঘন্টায় ৬/৮ বার লোডশেডিংয়ের ঘটনাও ঘটেছে নবীগঞ্জে। কিছুদিন আগে ১ থেকে দেড় ঘন্টা করে লোডশেডিং করা হতো। এখন নতুন কৌশলে ঘণ্টায় ৪/৫ বার নেয়া হয় এবং ২০/২৫ মিনিট করে রাখা হয়। এভাবে ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশনসহ মূল্যবান ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। গ্রাম্য এলাকাগুলোতে দিন ও রাতে মিলে ২৪ ঘন্টার মধ্যে ১০/১২ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। রাতে প্রচন্ড গরমে লোডশেডিংয়ে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। রাতে কয়েকবার বিদ্যুৎ পাওয়া গেলেও তার স্থায়ীত্ব ২০-৩০ মিনিটের বেশি হয় না বলে অভিযোগ গ্রাহকদের। তবে অনেকেই অভিযোগ করেছেন লোডশেডিং হচ্ছে ঠিকই, কিন্তু অবৈধ টমটম গ্যারেজ বন্ধ হচ্ছে না। গ্যারেজের কারণেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর