,

নবীগঞ্জ শহরের শহীদ সাবাজ আলী সড়কে রাতজুড়ে চলে মাদকাশক্তদের আড্ডা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড শহীদ সাবাজ আলী সড়কটি নবীগঞ্জ পৌরসভা সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করে কয়েক বছর আগে বিভিন্ন রঙ্গের বাতি এবং সড়কটি নদীর পাশে হওয়ায় বাধ নির্মাণ এবং সড়কটি প্রশস্থ ও করে নবীগঞ্জ পৌর কর্তৃপক্ষ। এই সড়কে সদর ইউনিয়ন ভূমি অফিস, পোষ্ট অফিস, ডাকবাংলা এবং নবীগঞ্জ থানার পেছন দিকের গেইট অবস্থিত হওয়ায় সড়কটি নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রও বলা হয়। সৌন্দর্যবর্ধনের পর থেকে নবীগঞ্জ পৌর এলাকা ও বিভিন্ন এলাকা থেকে এই এলাকাটিতে প্রচুর দর্শনার্থী আসতে শুরু করে। কিছুদিন যাবত সন্ধ্যার পর থেকে উঠতি বয়সের বখাটে তরুন যুবকের আড্ডায় জমজমাট হয়ে উঠে এই সড়কের চারপাশ গভীর রাত পর্যন্ত চলে অশালীন অঙ্গভঙ্গিমা ও গানবাজনা। অভিযোগ রয়েছে এখানে মাদক নিয়ে প্রায়ই বখাটেরা আড্ডা জমায়। এ সড়কটির বাসিন্দারা অতিষ্ট এর থেকে পরিত্রান চান এলাকাবাসী। গত কয়েক সপ্তাহ যাবৎ সড়কটির সবকটি বাতি নষ্ট হয়ে যাওয়ায় বখাটেদের আড্ডা আরও বৃদ্ধি পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক স্থায়ী বাসিন্দা জানান, ওই এলাকায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই সড়কটির পাশে বাজে আড্ডা ও দেশীয় মাদক সেবন। তিনি বলেন আমরা এই এলাকার বাসিন্দারা এর থেকে পরিত্রান চাই এবং আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করি।


     এই বিভাগের আরো খবর