,

বাহুবলের তারাপাশায় স্কুলের রাস্তা দখল মুক্ত করলো প্রশাসন

স্টাফ রিপোর্টার : অবশেষে বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়নের তারপাশায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনকে নির্দেশ দিলে তিনি ঘটনাস্থলে পৌছে দখলকৃত আংশিক রাস্তা ও খাল উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, উপজেলার তারাপাশা গ্রামে আলতাব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র রাস্তার দু’ পাশের খাল ভরাট ও আংশিক জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রাখে গ্রামের একটি প্রভাবশালী মহল। যে কারণে বৃষ্টি হলে রাস্তায় পানি জমাট বেধে থাকে। এতে গর্ত সৃষ্টি হয়ে কাদা-মর্দনায় থাকায় জনসাধারণের চলাচলে রাস্তাটি অনুপযোগি হয়ে পড়ে। তাছাড়া ওই রাস্তা মেরামতে সরকারী বরাদ্দ আসলেও বাধা প্রদান করে আসছিল মহলটি। ফলে রাস্তায় সংস্কার কাজ না করেই বরাদ্দ ফিরে যায়। তাছাড়া রাস্তায় পানি ও কাদা-মর্দনা থাকায় বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয় অনেক কোমল মতি শিক্ষার্থীরা। অন্যদিকে বিদ্যালয়ে শিক্ষক ও গ্রামবাসীর মধ্যে চরম দূর্ভোগ দেখা দেয়। রাস্তায় পানি থাকায় শিক্ষকদের ওই রাস্তা দিয়ে চলাচল করতে কষ্ট হয়।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলেও কোন সমাধান মিলেনি বলে সাংবাদিকদের জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে গত সোমবার স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার নজরে আসলে তিনি তিনি তাৎক্ষনিক বিষয়টি দেখার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনকে নির্দেশ দেন। এ প্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে পৌছলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দেয়। প্রশাসনের সহযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা নিজ হাতে কোদাল নিয়ে মাটি কাটতে শুরু করে। এক পর্যায়ে বাহুবল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন রাস্তার খাল ও দু’ পাশের জায়গা উদ্ধার করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দিলে তিনি খাল ও রাস্তার জায়গা দখলমুক্ত করেন। প্রশাসনের লোকজনকে কাছে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা নিজেরাই মাটি কেটে সহযোগিতা করে।


     এই বিভাগের আরো খবর