,

শুকুর আলী হত্যার ঘটনায় মামলা দায়ের :: ভাবিসহ ৩ জন কারাগারে

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামে চাঞ্চল্যকর শুকুর আলী হত্যা মামলায় ভাবিসহ আটক ৩ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের কন্যা সীমা আক্তার বাদি হয়ে সফর আলী (৬০) কে প্রধান আসামি করে এজাহারে আরও ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। তবে পুলিশ জানিয়েছে, আটকরা প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রয়োজনে তাদের রিমান্ডে এনে আরও রহস্য উন্মোচন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএম তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠান।
আটকরা হল, ওই গ্রামের মৃত ছমন আলীর পুত্র সফর আলী, শাহাজাহান মিয়ার পুত্র নিহতের ভাতিজা নাঈম মিয়া ও জাকির মিয়ার স্ত্রী পপি আক্তার। এ ছাড়াও এ মামলায় আরও ৭ জনের নাম রয়েছে। যা তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ করেনি।
প্রসঙ্গত, গত ১৭ আগষ্ট সকালে শুকুর আলী তার নিজ জমিতে চারা রোপন করতে যায়। এ সময় এরশাদ আলীর সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে এরশাদ আলীসহ অন্যরা তাকে পিটিয়ে ফেলে রাখে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এসআই মমিনুল অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন। তিনি জানান, অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর