,

চুনারুঘাটে আনন্দ উল্লাসে কাজে যোগ দিলেন চা শ্রমিকরা

চুনারুঘাট প্রতিনিধি : চিরচেনা রূপে, আনন্দঘন পরিবেশে হবিগঞ্জের চুনারুঘাটে ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবীতে টানা ১৮ দিনের ধর্মঘটের পর ২০তম দিনে গতকাল সোমবার কাজে যোগ দিয়েছেন লস্করপুর ভ্যালীর ২৩ বাগানের চা-শ্রমিকেরা। গতকাল সোমবার সকালে কাজে ফেরা শ্রমিকরা বাগানের অভ্যন্তরে দলে দলে আনন্দ মিছিল সহকারে কাজে যোগ দেন। এদিকে টানা ২০তম দিন পর চা শ্রমিকরা কর্মক্ষেত্রে ফিরে কাজ করতে পারায় প্রত্যেকের চোখে-মুখে আনন্দের অনুভূতি লক্ষ্য করা গেছে।
১৯তম দিন রোববার সাপ্তাহিক ছুটি থাকার কারণে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। তবে এদিন সকালে লস্করপুর ভ্যালীর ২৩ বাগানের চা শ্রমিকরা বাগানে-বাগানে আনন্দ উল্লাস ও মিছিল এবং মিষ্টিমুখ করেন। চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সাধারণ শ্রমিকসহ নেতারা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাধারণ চা শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। আমাদের লস্করপুর ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দকেও শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি জানানো হয়েছে ।


     এই বিভাগের আরো খবর