,

কেয়ারটেকার কর্তৃক লন্ডন প্রবাসীর অর্থ আত্মসাৎ :: ৫০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় নবীগঞ্জের ইয়াহিয়ার কারাদন্ড

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের লন্ডন প্রবাসী নুর মিয়া ওরপে ইকবাল মিয়ার কেয়ারটেকার হিসাবে মোঃ ইয়াহিয়া নামে এক ব্যাক্তি দায়িত্ব পালনকালে টাকা আত্মসাৎ করার ঘটনায় ৫০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শহীদুল আমিন এই দন্ডাদেশ প্রদান করেন। এ সময় আসামী মোঃ ইয়াহিয়া পলাতক থাকলেও মামলার বাদী নুর মিয়া ওরপে ইকবাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট শাহ ফখরুজ্জামান জানান, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের সৈয়দ উল্লার পুত্র মোঃ ইয়াহিয়া কেয়ার টেকার হিসাবে দায়িত্ব পালন করতে নুর মিয়া ওরপে ইকবাল মিয়ার। সে ইকবাল মিয়ার ব্যবসা দেখাশোনা করত এবং তার নামে তিনি বিভিন্ন সময় বিপুল পরিমাণ টাকা প্রেরণ করেন। ২০২০ সালে ইকবাল মিয়া দেশে এসে ব্যবসা ও তার প্রদত্ত টাকা ফেরত চাইলে মোঃ ইয়াহিয়া নগদ টাকা না দিয়ে সে তার পূবালী ব্যাংক গজনাইপুর শাখার ৫০ লাখ টাকার চেক প্রদান করে। কিন্তু মোঃ ইয়াহিয়ার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এ ব্যাপারে ইকবাল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে গতকাল বুধবার দুপুরে আসামীর অনুপস্থিতে বিজ্ঞ বিচারক মোঃ ইয়াহিয়াকে ১ বছরের সশ্রম কারাদন্ড ও চেকের সমপরিচান ৫০ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের জেলের দন্ডাদেশ প্রদান করেন। আসামী ইয়াহিয়া আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও ইস্যু করা হয়।


     এই বিভাগের আরো খবর