,

বাহুবলে স্বামী স্ত্রীকে কুপিয়ে গুরুত্বর আহত

বাহুবল প্রতিনিধি : বাহুবলে কাঁচা রাস্তা দিয়ে হাল চাষের গাড়ি চলাচলে বাধা দেওযায় স্বামী স্ত্রীকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে একদল লোক। আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের আইসিসিউতে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মালেক নামে এক ব্যক্তির স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। আহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের পশু চিকিৎসক আতর আলীর বাড়ির কাঁচা রাস্তার উপর দিয়ে একই গ্রামের রিপন, মালেক, মতিন ও আজিজ মিয়া মিলে হাল চাষের গাড়ি নিয়ে যাওয়ায় বাঁধা দেন আতর আলী। এ সময় দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে রিপন মালেক মতিন ও আজিজ পশু চিকিৎসক আতর আলী ও তার স্ত্রী মিনারা খাতুনকে কুপিয়ে গুরুত্বর আহত করে তারা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ পরে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে পশু চিকিৎসক আতর আলীকে আইসিসিউতে স্থানান্তর করেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা।
সিলেট ওসমানী হাসপাতালে থাকা পশু চিকিৎসক আতর আলীর ভাতিজা এমান এ প্রতিনিধিকে জানান, মাথায় কুপ বেশি লেগেছে, তাই আইসিসিউতে রাখা হয়েছে, অবস্থা খুবই খারাপ। এর পর থেকে ঘটনার সাথে জড়িত লোকজন ও তাদের পরিবারের সকল সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর