,

এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো ডিম ও মুরগির দাম :: মূল্য তালিকা রাখার দাবি ক্রেতাদের

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। মুরগি ভেদে ডিমের দাম গত সপ্তাহের তুলনায় হালি এবং ডজনেও ৫/১০ টাকা বেড়েছে। এর মধ্যে বয়লার মুরগির ডিমের দাম ৫০ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। শুধু যে ডিমের দাম বেড়েছে তা নয় এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মুরগির দামও কেজিতে ২০/৩০ টাকা বাড়িয়ে দিয়েছে।
মুরগির খামারি ও ব্যবসায়ীরা জানান, মুরগির খাদ্য ফিড ও ওষুধসহ অন্যান্য বাবদ ব্যয় বাড়ার পাশাপাশি চাহিদা বেড়ে যাওয়ায় ডিম ও মুরগির দাম বাড়ছে। এদিকে ক্রেতারা অভিযোগ করেন, মূল্য তালিকা না থাকায় অসাধু ব্যবসায়ী তাদের ইচ্ছা মতে ডিম ও মুরগির ইচ্ছামাপিক দাম রাখছেন। অচিরেই যদি এর মনিটরিং করা না হয় তবে ডিম ও মুরগির দাম আরও বাড়বে।


     এই বিভাগের আরো খবর