,

নবীগঞ্জের ছন্দলপুরে স্ট্রোকের রোগীকে মারপিট ও জায়গায় বেড়া দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ছন্দলপুর গ্রামে স্ট্রোকের রোগীকে মারপিট ও তার জায়গায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়- গত ২ সেপ্টেম্বর ২০২২ইং বিকাল অনুমান ৫ ঘটিকার সময় পাশ্ববর্তী মুতাজিলপুর গ্রামের এক আত্মীয়র বাড়ী থেকে ছন্দর আলী নিজ বাড়ীতে আসার পথে ছন্দলপুর গ্রামের রকিব আলীর দোকানের সামনে রাস্তার সামনে আসলে একই গ্রামের মৃত- সুজাত আলীর পুত্র আব্দুল গফুর ও মৃত- মৌলদ আলীর পুত্র ফয়জুর রহমান ও মহিবুর রহমান এবং আজিজুর রহমান হাতে লাঠি-সুটা নিয়া ছন্দর আলীকে মারপিট করে। এ সময় তার সুর চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে ছন্দর আলীর স্ত্রী সাজনা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটানায় নবীগঞ্জ থানার এ.এস.আই মোঃ সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনার জেরধরে বিবাদীগণ ছন্দর আলীর জায়গা সম্পত্তি গ্রাস করার পায়তারা করে আসছে। ওই বিষয়ে গত ১৯ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে মোছাঃ সাজনা বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জ ফৌঃকাঃবিঃ ১৪৪ ধারায় একটি মোকদ্দমা দায়ের করেন। বিবাদীগণ ওই মামলার সংবাদ জানিয়া তারা ছব্দর আলীর পুকুরসহ বিভিন্ন জায়গায় বেড়া দিয়ে তাদের চলাফেরায় সমস্যার সৃষ্টি করেছে। এ ব্যাপারে অসহায় সাজনা বেগম আইশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর