,

বানিয়াচংয়ে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জহিরুল ইসলাম নাসিম, বানিয়াচং : বানিয়াচংয়ে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ ঘটিকায় বানিয়াচংয়ের উত্তরের হাওড় সিমেরআইল প্রজেক্টের পিটেবাড়ী পুকুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐ স্থানে কৃষি জমিতে কাজ করারত অবস্থায় উপজেলা সদরের মজলিশপুর মহল্লার বন্দেরবাড়ী এলাকার মৃত খতিব উল্লার পুত্র আব্দুল করিম (৫৫) ও একই এলাকার মৃত তারা উল্লার পুত্র নুর উদ্দিন (৫০) ধান ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে ঘটনা স্থলেই প্রাণ হারান। দুইজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে লাশ দাফনের পূর্বেই বিকাল ৩ টায় জেলা প্রশাসকের পক্ষথেকে সরকারি সহায়তা পৌছেদেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। নিহতের পরিবারের লোকজনের মাঝে ২০ হাজার করে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ ফয়েজুর রহমান খান রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


     এই বিভাগের আরো খবর