,

বেদখল হয়ে যাচ্ছে পুরাতন পৌরসভা সড়কের ড্রেন :: বৃষ্টিতে জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পুরাতন পৌরসভা সড়কটি বেদখল হয়ে যাচ্ছে। সড়কের দুই পাশের রাস্তার ড্রেন ভরাট করে ভবনের সাথে সংযুক্ত করায় পানি রাস্তা সরু হয়ে গেছে। ফলে গাড়ি পার্কিংতো দূরের কথা হালকা যানবাহনও চলাচল করতে পারছে না। এ ছাড়া পানি নিষ্কাষনের রাস্তাতেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
জানা যায়, ওই সড়ক দিয়ে প্রতিদিন ফৌজদারী কোর্ট থেকে জজ কোর্টে যাতায়াত করেন শত শত আইনজীবি, তাদের সহকারী এবং আদালতে আসা বিচারপ্রার্থীসহ বিভিন্ন পেশার মানুষ। কিন্তু ওই সড়কের ড্রেন দখল করে ভবনের সাথে সংযুক্ত করায় পানি নিষ্কাষনের রাস্তা বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই হাটু পানি মাড়িয়ে মানুষজনকে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় ময়লা আর্বজনার দুর্গন্ধে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। পাশেই রয়েছে পৌরসভার মসজিদ ও কোয়ার্টারসহ আইনজীবিদের চেম্বার। দুর্গন্ধের কারণে মুসল্লিদের নামাজসহ এলাকাবাসী ঠিকমতো তাদের কাজ করতে পারছেন না। অচিরেই যদি দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হয় সড়কটি চলাচলের অনপুযোগী হয়ে পড়বে।


     এই বিভাগের আরো খবর