,

হবিগঞ্জে পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার :: আগামীকাল থেকে সারাদেশের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজাকে ঘিরে জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্ডপে আজ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌছে যাবেন। আনসারদের পাশাপাশি পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা টহলে থাকবেন। এমনকি ভ্রাম্যমান আদালতও পরিচালনা করা হবে। তবে পূজা মন্ডপগুলোতে ডিজে সাউন্ড ব্যবহার করা যাবে না। তাছাড়া নামাজ ও আযানের সময় বন্ধ মাইক কিংবা বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে বলে পুলিশ জানিয়েছে। হবিগঞ্জ শহর ঘুরে দেখা যায় ইতোমধ্যে পূজা মন্ডপের সাজস্বজ্জা শেষ হয়েছে। বিভিন্ন মন্ডপে সিসি ক্যামেরারও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দর্শনাথীদের জন্য বসার স্থান রয়েছে।


     এই বিভাগের আরো খবর