,

হাসপাতাল স্টাফদের উদ্যোগে সদর হাসপাতাল ফটকের রাস্তা সংস্কার

জুয়েল চৌধুরী : নির্মাণের ৬ মাসের মাথায় সদর হাসপাতালের প্রধান ফটকের সড়কটি ভেঙ্গে গেছে। এতে রোগীদের চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে হাসপাতালের কর্মচারীদের অভিযোগ বারবার সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে বলার পরও সংস্কার না করায় তারা নিজ উদ্যোগে গেটের সড়কটি সংস্কার করছেন।
জানা যায়, হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালটি নামে আধুনিক হলেও কাজের বেলায় কিছুই নেই এখানে। প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন উপজেলা থেকে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতালের প্রবেশ মুখের রাস্তা ভেঙ্গে যাওয়ায় প্রবেশ করতে তাদের ভোগান্তি পোহাতে হয়। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের স্টাফরা নিজ উদ্যোগে সড়কটি মেরামত করছেন।
তারা জানান, ৬ মাস আগে গনপূর্ত বিভাগ ওই সড়কটি সংস্কার করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সড়কটি ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়। বারবার বলার পরও মেরামতের উদ্যোগ নেননি। ফলে নিজেরাই এ কাজ করছেন।


     এই বিভাগের আরো খবর