,

নবীগঞ্জে দলিল লিখক রুকুম আলীসহ ৪ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা সংক্রান্ত সংবাদে আমার নাম জড়ানো’র প্রতিবাদ

গত মঙ্গলবার ১৮ অক্টোবর দৈনিক হবিগঞ্জ সময়সহ একাধিক স্থানীয় পত্রিকায় প্রকাশিত নবীগঞ্জে দলিল লিখক রুকুম আলীসহ ৪ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে দলিল লিখক রুকুম আলী বলেছে- ‘আমার ওস্তাদ দলিল লিখক সমিতির নেতা আব্দুল মুহিত দুলু’র নির্দেশে আমি দলিল লিখেছি, এজন্য তিনিই দায়ী।’
প্রকৃত ঘটনা হচ্ছে- আমি দীর্ঘদীন যাবত নবীগঞ্জ সাব-রেজিস্ট্রারী অফিসে দলিল লিখক হিসেবে কাজ করে আসছি। রুকুম আলীকে আমি দলিল লিখক হিসেবে চিনি, কিন্তু রুকুম আলী আমার শিষ্য/ছাত্র নয়। তার নিজস্ব কোন টেবিল না থাকায় মাঝে মধ্যে আমার টেবিলে বসে দলিল লিখার কাজ করে। সে কখন কার দলিল লিখে বা না লিখে তা আমার জানা নেই। পত্রিকায় রুকুম আলী যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তীহীন, মানহানীকর, কাল্পনিক বটে। সমাজে আমার মান-সম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে একটি কু-চক্রি মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপবাদ দিয়ে সাংবাদিক ভাইদের দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
আব্দুল মুহিত দুলু
দলিল লিখক
নবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস।


     এই বিভাগের আরো খবর