,

হবিগঞ্জ শহরে আবারও বিদ্যুতের ভেলকিবাজী :: রাসেল দিবসেও ঘন্টার পর ঘন্টা লোডশেডিং

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরে আবারও লোডশেডিংয়ের নামে বিদ্যুতের ভেলকীবাজি শুরু হয়েছে। এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানের দিন বেশির ভাগ বিদ্যুত আসা যাওয়া করে। গতকাল মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ রাসেল দিবস ছিলো। কিন্তু এদিনও হবিগঞ্জ শহরে বিদ্যুত আসা যাওয়ার ফলে অনেক নেতাকর্মী ও সাধারন মানুষ বিদ্যুত বিভাগকে ধিক্কার জানান। তাছাড়া গ্রাহকরা তো প্রতিদিনই হবিগঞ্জের বিদ্যুত বিভাগকে ধিক্কার দিয়ে থাকেন। ইতোমধ্যে বিদ্যুত স্বাভাবিক থাকলেও এখন দুই একদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে সাধারন মানুষের জীবনে নাভিশ^াস উঠেছে। তাছাড়া বিভিণ্ন ইলেক্ট্রনিকস সামগ্রী বিকল হয়ে যাচ্ছে। শহরের শায়েস্তানগর, ২নং পুল, মোহনপুর, রাজনগর, বেবিষ্ট্যান্ড, সিনেমা হল, স্টাফ কোয়ার্টার, আনোয়ারপুরসহ বিভিন্ন এলাকায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করা হয়। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুত বিভাগের জরুরি নম্বরে কল দিয়েও উত্তর পাওয়া যায় না ফোন রিসিভ না করার কারণে। আবার করলেও বলেন, মেইন লাইনে সমস্যা। কাজ চলছে। অবিলম্বে যদি এসব সমস্যা সমাধান না করা হয় তাহলে গ্রাহকরা বিদ্যুত বিভাগের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে হুশিয়ারী দেন।


     এই বিভাগের আরো খবর