,

নবীগঞ্জে মেম্বার জুয়েল এর বিরুদ্ধে ধর্ষণ মামলা :: এলাকায় তোলপাড়

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার জুয়েল মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী একই ইউপির সংরক্ষিত মহিলা মেম্বার মমতা বেগম। গত ৩ রা নভেম্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় নিয়মিত মামলা রুজু হয়। পুলিশ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষন মামলার আসামী মেম্বার জুয়েল মিয়াকে গ্রেফতার করতে পারেনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বিকাল ৪টায় ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউপির ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ জুয়েল মিয়া উপজেলা থেকে একটি বরাদ্ধ আনার জন্য মমতা বেগমকে ফোন করে জরুরী ভিত্তিতে আনেন। এক পর্যায়ে নানা অজুহাতে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখেন। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর মেম্বার জুয়েল সুকৌশলে উক্ত মহিলা মেম্বার মমতা বেগমকে রাত ১০টা বসিয়ে রেখে জানায় কর্তৃপক্ষ এখন আসবে না। এ সময় মহিলা মেম্বার মমতা বেগম বিদায় নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে গাড়ীর অপেক্ষা করেন। কোন যানবাহন না পেয়ে অপেক্ষা করতে করতে রাত প্রায় সাড়ে ১১টা হয়ে যায়। তখন হঠাৎ পিছন থেকে জুয়েল এসে বলে আমার এক পরিচিত সিএনজি আছে, চল সামনে যাই তোমাকে দিয়ে আসবে বাড়িতে। এই বলে তাকে একটি বাসায় বসিয়ে রাখে গাড়ী আনতে যায়। কিছুক্ষণ পড়ে এসে বলে কোন গাড়ী নেই, আজ তোমাকে এখানেই আমার সাথে থাকতে হবে। বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলব বলে মহিলা মেম্বারের হাত থেকে তার মোবাইল কেড়ে নেয় এবং দরজা বন্ধ করে দেয়। আমি চিৎকার করতে চাইলে আমার মুখ চেপে ধরে বলে যদি কোন রকম আওয়াজ করি তাহলে খুন করে ফেলব। এরপর তাকে জোর করে রাতভর ধর্ষণ করে। সারারাত ধর্ষণ করে ভোর হলে একটি সিএনজি গাড়ী এনে বিদায় করে দেয়। এ ঘটনাটি জানাজানি হলে তার স্বামী তাকে বিতারিত করে পিত্রালয়ে পাটিয়ে দেয়। এ ব্যাপারে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলে সে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করেন উক্ত মহিলা মেম্বার। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেন মহিলা মেম্বার মমতা বেগম। গত ৩ রা নভেম্বর নবীগঞ্জ থানায় ধর্ষনের অভিযোগ এনে লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে সংশ্লিষ্ট ধারায় রুজু করেন। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মেম্বার জুয়েলকে গ্রেফতার করতে পারেন নি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা জানান, তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশি গ্রেফতার এড়াতে মেম্বার জুয়েল গাঁ ঢাকা দিয়েছে। এ বিষয়ে জুয়েল মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ষড়যন্ত্রের স্বীকার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর