,

নবীগঞ্জের দাউদপুরে ভাতিজাদের হামলায় চাচা গুরুত্বর আহত

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় আনসার মিয়া (৫৫) নামের কৃষক ও তার স্ত্রী রিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে অবস্থার বেগতিক দেখে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর পর থেকে কৃষক আনসার মিয়া সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে চিকিসাধীন অবস্থায় গত ৩ দিন যাবত রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকাল অনুমান ২টার সময় আহত সূত্রে জানাযায় ও এলাকাবাসী জানান, উপজেলার দাউদ পুর গ্রামের মৃত ওয়াহাব উল্লার পুত্র কৃষক আনসার মিয়ার সাথে তারই চাচাতো ভাই মৃত ওয়াছির মিয়ার পুত্র হাফিজ মিয়া, আরিছ মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হাফিজ মিয়া, আরিছ মিয়া ও তাদের লোকজন মিলে আনসার মিয়ার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আনসার মিয়ার নাকে মুখে সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন ও তার স্ত্রী রিনা বেগমও রক্তাক্ত জখমী হন। আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে স্বামী-স্ত্রী শয্যাশায়ী হওয়ায় তাদের অবুঝ সন্তানেরা মা-বাবার জন্য আহাজারি করছে। এ ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে তারা।


     এই বিভাগের আরো খবর