,

ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের প্রেসক্রিপশন নিয়ে টানাটানি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর হাসপাতালে নিষেধাজ্ঞা অমান্য করে আবারও ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের প্রেসক্ষিপশন নিয়ে টানাটানিসহ ওয়ার্ডে গিয়ে ফাইল দেখে ওষুধ কেনার জন্য রোগীদের অনুরোধ করছেন। সম্প্রতি হাসপাতালের একটি সভায় সিদ্ধান্ত হয় কোনো বিক্রয় প্রতিনিধি হাসপাতাল কিংবা ওয়ার্ডে প্রবেশ করতে পারবে না। কিন্তু সরেজমিনে ঘুরে এর ভিন্ন চিত্র দেখা গেছে। প্রায়ই কৌশলে ২ একজন ওষুধ কোম্পানীর প্রতিনিধি, ওয়ার্ডের কিছু নার্স ও আয়াদের ম্যানেজ করে তারা তাদের কোম্পানীর ওষুধ কেনার জন্য পরামর্শ দিচ্ছেন। আবার কখনো কখনো কোনো ডাক্তাররা তাদের কোম্পানীর ওষুধ লিখছেন কি না তা প্রেসক্রিপশন ও ওয়ার্ডে থাকা ফাইলের ছবি তুলে নিশ্চিত হন। রোগীদের অভিযোগ অনেক ভালো কোম্পানীর ওষুধ থাকাস্বত্তেও কোনো কোনো ডাক্তার ও ইন্টার্নীরা বিক্রয় প্রতিনিধিদের অনুরোধে নিম্নমানের ওষুধ লিখে দেন। এতে করে নানা জটিলতাসহ রিএকশন হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে মেডিসিন ওয়ার্ডে রেনেটা কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে নার্সের নিকট থেকে ফাইল দেখতে দেখা যায়। রোগীদের অভিযোগ অতি বিলম্বে বিক্রয়প্রতিনিধিরা যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে এর দাবি জানান।


     এই বিভাগের আরো খবর