,

শায়েস্তাগঞ্জ রেললাইনে অবৈধ বাজার :: আইডøবিও’র বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জ রেল গেইটে বাজার বসছে। এতে যে কোনো সময় মারাত্মক ধরণের প্রাণহানিসহ দূর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ রয়েছে, উর্ধ্বতন সহকারি প্রকৌশলী (পূত) আইডøবিও মিঠুন দাসকে ম্যানেজ করেই এ বাজার বসানো হয়। আর দাউদনগর রেল গেইটের দায়িত্বে থাকা গেইটম্যান ভ্রাম্যমান বাজার থেকে জনপ্রতি ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০ থেকে ৫০ টাকা আদায় করছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ এ রেল গেইটে তরি তরকারি, কাপড় ছোপড়, ফলসহ বিভিন্ন ব্যবসায়ীরা পসারি সাজিয়ে বসে থাকেন। ট্রেন আসার সাথে সাথেই উঠে যান আবার চলে গেলে পুনরায় বসেন। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে রেল লাইনের ওপরে ব্যবসা প্রতিষ্ঠান বসে থাকতে দেখা যায়। কয়েকজন ব্যবসায়ী জানান, দায়িত্ব প্রাপ্ত গেইটম্যান ও আইডøবিওকে ম্যানেজ করেই তারা ব্যবসা করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।


     এই বিভাগের আরো খবর