,

নবীগঞ্জে জিপিএ-৫ পেল ২০৭ জন এসএসসিতে পাশের হার ৮১.৩৯, দাখিলে ৮০.৪

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ২০৭ জন পরীক্ষার্থী। চলতি বছরে নবীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ২০টি বিদ্যালয় থেকে ৩ হাজার ২ শত ৩ জন পরীক্ষার্থী এবং এবং ১৪টি মাদ্রাসা থেকে ৯ শত ২০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে এসএসসিতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬ শত ৭ জন এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭ শত ৬৪ জন। এসএসসিতে পাশের হার শতকরা ৮১.৩৯ ভাগ এবং দাখিলে ৮০.৪ ভাগ।
গতকাল সোমবার প্রকাশিত এবারের (২০২২ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমানের) পরীক্ষায় এই উপজেলার ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এরমধ্যে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১৮৬ জন শিক্ষার্থী এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন শিক্ষার্থী।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় শীর্ষে রয়েছে যুগল-কিশোর (জে কে) উচ্চ বিদ্যালয় এবং দাখিলে শীর্ষে রয়েছে রুস্তমপুর ন মৌজা দাখিল মাদ্রাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর