,

হবিগঞ্জের বামকান্দি ও পইলে জমজমাট জুয়া ধ্বংসের মুখে যুবসমাজ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে জুয়া ও মাদকের আড্ডা গড়ে উঠেছে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে এসব আসরে যোগ দিচ্ছে। চলে লাখ লাখ টাকার খেলা। ডিবি পুলিশ মাঝে মধ্যে অভিযান চালিয়ে জুয়াড়ি আটক করে কোর্টে প্রেরণের সাথে সাথেই তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় এসব অপকর্মে জড়িয়ে পড়ে।
অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি, ধল, উমেদনগর, পইল ইউনিয়নের নাজিরপুর, তেঘরিয়া ইউনিয়নের উত্তর তেঘরিয়া, দক্ষিণ তেঘরিয়াসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর থেকেই জুয়ার আসর বসে। আর এসব আসরে মাদক সেবনসহ অসামাজিক কাজ চলে। আর নেতৃত্ব দিচ্ছে আলকাছ মিয়া, বাবু, মন্নাফসহ কতিপয় লোক। তারা এসব অপকর্মের কারণে একাধিকবার পুলিশের হাতে আটক হয়ে জামিনে বেরিয়ে আসে। আর এসব জুয়ার কারণে শহরে চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে বলে সচেতন মানুষ মনে করছেন।


     এই বিভাগের আরো খবর