,

চুনারুঘাটে মাটির নিচ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

ফারুক মাহমুদ, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলায় মাটির নিচ থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ৯নং রাণীগাঁও ইউপি’র পাঁচগাতিয়া গ্রাম থেকে এই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। পুলিশ জানায়, পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মৌলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া তার নিজ বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ার কাজ করছিল। হঠাৎ করে সে একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পরে তা নিশ্চিত হয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ সেখানে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) মোঃ আলী আশরাফ বলেন, আমরা ধারণা করছি, এই গ্রেনেড মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। তাই সেখানে এই গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পাওয়া যায়। বুধবার দুপুরে থানা আঙ্গিনায় গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট।


     এই বিভাগের আরো খবর