,

পথসভা করেননি শেখ রেহানা শায়েস্তাগঞ্জ নেমে চলে গেলেন প্যালেসে

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জে ট্রেনে করে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনে এসে শায়েস্তাগঞ্জ নামেন। তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের জন্য শত শত নেত্রী, নেতাকর্মী ও প্রশাসনের নেতৃবৃন্দ অপেক্ষা করেন। কিন্তু তিনি নেমেই কোনে পথসভা বা বক্তব্য না দিয়েই গাড়ি বহরে সোজা পুটিজুরী দি প্যালেসে চলে যান। এতে অনেক নেতাকর্মীরাই আক্ষেপ করেন। তবে তাকে করতালি দিয়ে বরণ করা হয়। এদিকে গতকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শায়েস্তাগঞ্জ জংশন সাজ স্বজ্জায় বন্ধ ছিলো। দুই পাশের রাস্তা ছিলো পরিস্কার। পুলিশের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা। তিনি হবিগঞ্জে কোনো সভা কিংবা নেতাকর্মীর সাথে কুশল বিনিময় করবেন না। আজ সোমবার সিলেট হযরত শাহজালাল, শাহপরান, মাজার জিয়ারতসহ পর্যটন কেন্দ্র ঘুরে দেখবেন। তারপর তিনি আবার ঢাকা ফিরে যাবেন। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক কামাল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বোন আসার আগ থেকেই পুলিশের নিরাপত্তা ছিলো। নামার পর প্রটোকল দিয়ে পুটিজুরী প্যালেসে পৌঁছে দেয়া হয়। তবে নেতাকর্মীরা জানিয়েছেন, কালনী ট্রেনটি যদিও ৬.২০ মিনিটে শায়েস্তাগঞ্জ জংশনে থাকার কথা তবে ১০ মিনিট দেরী করে এসেছে।


     এই বিভাগের আরো খবর