,

হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামনে কয়েকটি ফার্মেসীতে রোগীদের কাছ থেকে ওষুধের অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রায়ই তাদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত অভিযান করে জরিমানা করলেও তাদের দমন করা যাচ্ছে না। তাদের কিছু দালাল রয়েছে। যাদের মাধ্যমে হাসপাতালে আসা গ্রামগঞ্জ থেকে রোগীদেরকে কৌশলে ফার্মেসীতে নিয়ে যায়। আর সেখানে নিয়ে যাবার পর গলাকাটা দাম রাখা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দিলীপ কুমার সরকার নামের এক রোগী সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা মেসার্স অন্বেষা মেডিসিন সেন্টারের নিকট ওষুধ আনতে গেলে ৫৮০ টাকার ওষুধ ৮৭০ টাকা রাখা হয়। বিষয়টি ধরা পড়লে দিলীপ কুমার গিয়ে এর কারণ জিজ্ঞাস করলে ফার্মেসী মালিকের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি পরে নিষ্পত্তি করেন। এরকম আরও অভিযোগ রয়েছে ওই ফার্মেসীর বিরুদ্ধে।


     এই বিভাগের আরো খবর