,

মাধবপুরে সরকারি জায়গা দখল করে মুরগীর দোকান

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে সরকারি জায়গা দখল করে দোকান তৈরী করে বছরের পর বছর ব্যবসা পরিচালনা করা অভিযোগ উঠেছে প্রভাশালীদের বিরুদ্ধে। একদিকে সরকারি জায়গা দখল অন্যদিকে মুরগীর ব্যবসা করে পরিবেশের সৌন্দর্য নষ্ট করা হচেছ।
সরকারি জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বাজার ব্যবসায়ী সমিতি ও সচেতন মহলের লোকজন।
স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে একটি সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন যাবত ব্যবসা করে যাচ্ছে কিছু প্রভাবশালী লোক। সম্প্রতি চৌমুহনী বাজার কমিটির পক্ষ থেকে সরকারি জায়গা দখলমুক্ত করে ওয়াশব্লক নির্মাণ করার দাবিতে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট একটি লিখিত আবেদন করা হলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনজুর আহসান একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু উচ্ছেদ হওয়া জায়গার পাশেই মিন্টু মিয়া নামে এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে বছরের পর বছর মুরগীর ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
বাজারের কিছু ব্যবসায়ী জানান, চৌমুহনী বাজারে সরকারি জায়গা দখল করে অনেকেই দোকান ঘর নির্মাণ করে বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছে। এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা খুব প্রয়োজন।
চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, চৌমুহনী বাজারটি ছোট। পূর্বে স্কুলের জায়গায় বাজার বসানো হত। এখন স্কুলের জায়গায় নতুন ভবন হচ্ছে তাই বাজারটি আরো ছোট হয়ে গেছে যার কারণে খুচরা ব্যবসায়ীরা বাজারে দোকান খোলে ব্যবসা করার মত তেমন জায়গা নেই। সরকারি জায়গা যারা দখল করে যারা ব্যবসা করে যাচ্ছে ওই সব স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃংখলা সভায় বলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর