,

শায়েস্তাগঞ্জে অবঃ ডাঃ কাজী ইকবাল আহমেদ এর জানাজা সম্পন্ন :: বিভিন্ন মহলের শোক

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্য বাহী কাজিরগাঁও গ্রামের কাজি বাড়ির প্রয়াত কাজি জহুর মিয়ার পুত্র শায়েস্তাগঞ্জ এর অবসর প্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ কাজী ইকবাল আহমেদ (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, ডাঃ কাজী ইকবাল আহমেদ নিজ বাড়িতে হঠাৎ ব্রেন স্টোক করলে ঢাকা রাজধানীর গ্রীন রোড এলাকায় ইউনি হেলথ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১ টা ৫৪ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যু খবর শুনে গ্রামের বাড়িতে ও হবিগঞ্জ শহরে বাসায় শত শত লোক তাকে দেখার জন্য ভিড় জমে এবং অনেকেই কান্নায় ঝড়ে পরেন। ইকবাল একজন ভালো লোক ছিলেন এবং সহজ সরল সাদা মনের মানুষ ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ কন্যা, ১ ছেলে, নাত-নাতনি, অসংখ্য আত্মীয় স্বজনসহ গুণ গ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বাদ জুম্মা নামাজের পর হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় শাহজালাল জামে মসজিদের সামনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা নামাজ বাদ আছর নামাজের পর শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে কাজীরগাঁও বিলায়েত আলী তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দুই স্থানে জানাজা নামাজে হাজারো মুসল্লীদের ঢলছিল লক্ষনীয়। জানাজা নামাজ শেষে কাজিরগাঁও গ্রামে নিজ পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সম্ভপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, হবিগঞ্জ পৌর সভা মেয়র আতাউরি রহমান সেলিম, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, পৌরসভা মেয়র ফরিদ আহমেদ অলি, নুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বুলবুল খান, ব্রাম্মণডোরা ইউনিয়ন চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, হবিগঞ্জ সরকারি হাই স্কুলের শিক্ষক আব্দুল কাইয়ুম, জহুর চান বিবি মহিলা কলেজের গভর্নিং বডি সদস্য কাজী আব্দুল মামুন, হবিগঞ্জ টিএনটি কর্মকর্তা মোঃ ইলিয়াছ, বিশিষ্ট মুরুব্বি কাজী মনজু মিয়া, সাবেক ইউপি মেম্বার রফিক মিয়া, সাবেক মেম্বার সফিউল তালুকদার।


     এই বিভাগের আরো খবর