,

লাখাইয়ে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে প্রধান আসামি কারাগারে

স্টাফ রিপোর্টার : লাখাই উপজেলার বুল্লা ইউপির চরগাঁও গ্রামের মারপিট করে মারাত্মক জখম, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনার প্রধান আসামি জানে আলম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। গতকাল মঙ্গলবার সকালে লাখাই থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জানা যায়, গত ৭ জানুয়ারি একই গ্রামের মৃত জবান উল্লার পুত্র বাবুল মিয়া, তার স্ত্রী আম্বিয়া খাতুনসহ বেশ কয়েকজনকে তুচ্ছ ঘটনা নিয়ে জানে আলমসহ বেশ কয়েকজন পিটিয়ে গুরুতর আহত করে এবং তাদের বাড়ি থেকে নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। পাশাপাশি ঘরে থাকা মহিলাদের শ্লীলতাহানি করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বাবুল মিয়া লাখাই থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে নিরূপায় হয়ে বাবুল মিয়া আদালতে মামলা করলে ১০ জানুয়ারি একই গ্রামের নুরুল ইসলামের পুত্র জানে আলম, শাহ আলম, সিজিল মিয়া, আবু মিয়ার পুত্র নুরুল ইসলামসহ অজ্ঞাত দুই ৩ জনকে আসামি করে কোর্টে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে রুজু করার জন্য লাখাই থানায় প্রেরণ করেন। পুলিশ উক্ত আসামিকে গ্রেফতার করে। গতকালই বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ বিষয়ে এসআই জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর