,

অবৈধ মাটি কাটার সংবাদ প্রকাশ করলে মামলার হুমকি শিরোনামে সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গতকাল মঙ্গলবার ২৪ জানুয়ারী হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকার ১ম পৃষ্টায় নবীগঞ্জে আঙুল ফুলে কলাগাছ নজরুল-হামজা বাহিনী ॥ অবৈধ মাটি কাটার সংবাদ প্রকাশ করলে মামলার হুমকি শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কাল্পনিক, মনগড়া ও সাজানো নাটক ছাড়া আর কিছু নয়। কারণ- সংবাদে উল্লেখ করা হয়েছে নবীগঞ্জ উপজেলা মাটি কাটা ঠিকাদার কমিটির নেতৃবৃন্দ। আবার ওই সংবাদেই উল্লেখ করা হয়েছে যে, নজরুল-হামজা বাহিনী নামে পরিচিত ওই সমিতির সদস্যরা অবৈধভাবে অর্জন করেছেন লাখ লাখ টাকা এবং সংবাদ প্রকাশ না করতে তদবিরও করেছেন তারা। অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করায় প্রশাসনের ভূমিকা চরমভাবে প্রশ্নবৃদ্ধ সংবাদ প্রকাশ করায় নড়েচড়ে বসে প্রশাসন। অবৈধভাবে মাটি কাটার সংবাদ প্রকাশ বন্ধে সাংবাদিকদের ম্যানেজ করার পায়তারায় লিপ্ত এ বাহিনী বলে সাংবাদে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে সাংবাদিকদের ম্যানেজ বা খুশি করার কিছুই নেই এবং সংবাদ প্রকাশ করলে সাংবাতিকদের হুমকি দেওয়ার প্রশ্নেই আসে না। গত শনিবার ২১ জানুয়ারী রাত ৭টায় হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলার ট্রাক ট্রাঙ্ক লরি শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে একসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত হয় প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আপাতত মাটি কাটা বন্ধ রাখবো। ওই সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় পত্রিকায়ও সংবাদ প্রকাশ করা হয়েছে। এরই আলোকে ২২, ২৩, ২৪ জানুয়ারী আমরা সমিতির সদস্যবৃন্দ কোনস্থান থেকে মাটি উত্তোলন করি নাই। একটি কু-চক্রি মহল আমাদের বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক সংবাদ প্রকাশ করেছে। যা হাস্যকর ছাড়া আর কিছু নয়। তাই সংগত কারণে আমরা ওই মিথ্যা মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
নজরুল ইসলাম চৌধুরী, আমীর হামজা, মনু মিয়া,
আনোয়ার খাঁ, সুবেদ আলী ও রাসেল মিয়া
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর