,

উমেদনগর মাহবুব রাজার মাজার সংলগ্ন এলাকায় জুয়ার আসর

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জুয়াসহ মাদকসেবন জমজমাট হয়ে উঠেছে। ফলে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। আর এসবের নেপথ্যে রয়েছে, আলকাছ মিয়া ও আব্দুল আহাদ নামের দুই ব্যক্তি। তারা এসব জুয়ার আসর চালিয়ে যাচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, উমেদনগর দেওয়ান মাহবুব রাজার মাজারের পশ্চিমে মেলার চর মাঠে ত্রিপাল টানিয়ে জমজমাট জুয়ার আসর জুয়ার বসে। আর এদের সহযোগিতা করছে জাহাঙ্গীর, শহিদ, নুর ইসলাম ও সেলিম নামের কতিপয় জুয়াড়ি। তারা এসব আসর থেকে টাকা উত্তোলন করে আলকাছ ও আহাদকে কমিশন দিয়ে থাকে। সন্ধ্যার পরই বানিয়াচং-হবিগঞ্জ সড়কের যানবাহনের যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাইয়েরও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর