,

দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা :: কৃষক লীগের সম্মেলনে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটি থেকে শুরু করে জেলা পর্যন্ত প্রত্যেকটি ইউনিটকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ আবু জাহির এমপি। তিনি গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ কৃষকলীগ হবিগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দেন। এতে এমপি আবু জাহির বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সম্মেলনের আয়োজন হচ্ছে। এর মধ্য দিয়ে সাংগঠিনকভাবে যাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব নিষ্টার সঙ্গে পালন করতে হবে। তিনি বলেন, হবিগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের বিভিন্ন ইউনিটের সম্মেলনে নেতাকর্মীদের স্বতস্ফুর্ত উপস্থিতি প্রমাণ করে এ সংগঠনটি অত্যন্ত সুসংগঠিত। কৃষক লীগ আজকের এই অবস্থানে এসেছে নানা প্রতিকূলতা ও চড়াই-উৎরাই পেরিয়ে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পদবীতে আসার জন্য নয়; সংগঠনের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। নিজের কর্মই একদিন আপনাদের নেতৃত্বে আসনে পৌঁছে দিবে। সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক হোসাইন মোঃ আক্তার ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক সালেহ চৌধুরী, বিশ্বজিৎ দাশ, দেওয়ান কবির এবং সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফীল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, জেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক সামাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সফর আলী, আব্দুল আউয়াল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ।
সম্মেলনে হবিগঞ্জ জেলা, পৌর, সদর উপজেলা ও বিভিন্ন ইউনিটের কৃষক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর