,

সদর থানার ওসির চেষ্টায় কয়েকদিনে ২৫টি মোবাইল উদ্ধার করে হস্তান্তর

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হারিয়ে ও চুরি যাওয়া বিপুল পরিমাণ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের দিয়েছে। এর মধ্যে সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে গত কয়েকদিনে সর্বোচ্চ মোবাইল উদ্ধার করেছেন এএসআই জুয়েল হক। তিনি প্রায় ১৫টি মোবাইল উদ্ধার করেন। এ ছাড়া এএসআই সোহেল দেব দুইটি, বাপ্পি রুদ্র পাল দুইটি, বিজু সিং দুইটি, ফরহাদ হোসেন ৪টি, জাহাঙ্গীর আলম ১টি, তৌহিদ মিয়া ১টিসহ প্রায় ২৫টি মোবাইল উদ্ধার হয়েছে। গতকাল রবিবার রাত ১০টায় সদর থানায় একটি দামি মোবাইলের মালিক তহশিল অফিসের কর্মচারি মোহনপুরের বাসিন্দা জিয়াউর রহমানের হাতে হস্তান্তর করেন ওসি গোলাম মর্তুজা। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুর উদ্দিন, সাংবাদিক জুয়েল চৌধুরী, এসআই জুয়েল হকসহ অন্যান্য পুলিশ অফিসাররা। ওসি জানান, ইতোপূর্বেও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় সাধারণ ডায়েরী করার সাথে সাথেই অফিসারদের দায়িত্ব দেয়া হয় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করা হয়। আরও কিছু রয়েছে। এগুলো অচিরেই উদ্ধার করা হবে।


     এই বিভাগের আরো খবর