,

নবীগঞ্জের তিমিরপুরে এনায়েত খান মহিলা কলেজের নবীণ বরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর এলাকায় অবস্থিত এনায়েত খান মহিলা কলেজের নবীণ বরণ অনুষ্ঠান গত বুধবার ০১ ফেব্রুয়ারী সকালে কলেজ ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। কলেজ গর্ভনিং বডির সভাপতি সুখেন্দু রায় বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-২ এর উপ সহকারী পরিচালক মোঃ আবু সুফিয়ান, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের সাবেক সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, যুক্তরাজ্যস্থ কমিউনিটি লিডার কামরুল হাসান চৌধুরী চুন্নু, তুহিন আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সমাজ সেবক ও লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়া, নবীগঞ্জ জে.কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মুজিবুর রহমান শেফু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তাপস আচার্য্য, রাজরানী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোজাহিদ আলী, এক্সিম ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানেজার মোঃ আব্দুল ওয়াহিদ, ইউসিবি ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানেজার মোহিত ভট্রাচার্য্য, ব্র্যাক ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানেজার এমরান হাবিব চৌধুরী, জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনসুর চৌধুরী, হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, অত্র কলেজের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রধান শিক্ষক এটিএম বশিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য আবুল মিয়া তালুকদার, অর্থনীতি প্রভাষক মাহমুদুর রহমান আল আমীন, কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার জেবা প্রমূখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভাষক অঞ্জন সূত্রধর ও বাংলা প্রভাষক সালমা আক্তার। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন ছাত্রীরা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রবাসীরা কলেজে অনুদানের চেক প্রদান করেন।
সার্বিক কার্যক্রমে কলেজের প্রতিষ্ঠাতা এনায়েত খান ও অধ্য তোফাজ্জল ইসলাম চৌধুরী নবীগঞ্জ বাসীসহ সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর