,

হবিগঞ্জে মীম টিভি সিলেট আইডল’র ১ম রাউন্ড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে অনুষ্ঠিত হলো মীমটিভি ইউএসএ আয়োজিত ‘সিলেট আইডল’২০২২-এর অডিশন রাউন্ড। গতকাল শনিবার সকাল ১১টায় স্থানীয় সুরবিতান ললিতকলা প্রশিক্ষন কেন্দ্রে প্রতিযোগিদের ১ম রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার ৩৮ জন প্রতিযোগি অংশ গ্রহন করেন। তাদের মধ্যে ১৫ জনকে ২য় রাউন্ডের জন্য বাছাই করা হয়েছে। দিনব্যাপী অডিশন রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস। মীমটিভি ইউএসএ’র জেলা প্রতিনিধি ও অডিশনের ইনচার্জ আখলাছ আহমেদ প্রিয়’র উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরবিতান ললিতকলা প্রশিক্ষন কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল ফজল, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী ও হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক এম.এ ওয়াহিদ প্রমূখ। ২য় বাউন্ডের বাছাই পর্বের প্রতিযোগিরা হলেন, আজগর আলী, বিনয় সূত্রধর, বিল্লাল আহমেদ, সৈয়দ আশফাকুর রহমান, ডলি আক্তার, মাহমুদ হাসান, শুভ আহমেদ, কিপেশ সূত্রধর, সালমা আক্তার শিপা, মোঃ আল আমিন, সোহেল মিয়া, রুজেল মিয়া, অধরা চক্রবর্তী, আল আমিন, তৃষা ও দেবরী সূত্রধর গুঞ্জর। মীম টিভি ইউএসএ’র জেলা প্রতিনিধি ও অডিশনের ইনচার্জ আখলাছ আহমেদ প্রিয় বলেন, ‘এই প্রতিযোগিতা সিলেট বিভাগের ৪টি জেলায় পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ১ম রাউন্ড সম্পন্ন করা হয়েছে। আগামী সপ্তাহে মৌলভী বাজার জেলার প্রতিযোগিদের ১ম রাউন্ড অনুষ্ঠিত হবে’।


     এই বিভাগের আরো খবর